নারকেল তেলের উপকারিতা: নারকেল তেলকে টেক্কা দেওয়ার মতো তেল খুব কমই আছে। আগেকার দিনে মা-দাদিরা এই তেলেই খুজতেন চুল ও ত্বকের সব সমস্যার সমাধান। ত্বক হোক বা চুল—রূপচর্চায় নারকেল তেলের বিকল্প এখনো হয়ে ওঠেনি। নারকেল তেলের উপকারিতাও এখনো আমরা অনেকেই জানি না।
আজকের এই প্রতিবেদনে জানবো আসল নারকেল তেল কীভাবে তৈরি করবেন এবং এর উপকারিতা কী।
নারকেল তেলের উপকারিতা

সংগৃহীত ছবি
নারকেল তেলের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড রয়েছে। এগুলো ত্বক ও চুল উভয়ের জন্যই ভালো। ক্ষতিগ্রস্ত চুল হোক বা ত্বক, নারকেল তেল মাখলে উপকার পাবেন।
নারকেল তেল চুলকে গোড়া থেকে সমৃদ্ধ করে তোলে। নিয়মিত চুলে নারকেল তেল মাখলে চুল পড়া কমে এবং চুলের জেল্লা বাড়ে। এমনকি চুলের রুক্ষভাব সহজেই দূর করে নারকেল তেল।

নিয়মিত ত্বকে নারকেল তেল মাখলে ত্বক নরম ও হাইড্রেটেড থাকে।
অতিরিক্ত শুষ্ক ত্বক হলে মুখেও নারকেল তেল মাখতে পারেন। কিন্তু নারকেল তেল খাঁটি ও বিশুদ্ধ হওয়া চাই। নাহলে কোন উপকারই পাবেন না।